আমার অজান্তে

আমার অজান্তে

পুলক কান্তি ধর। 

সে অভিমান করেছে, 

বসে নেই প্রিয় সবুজ উদ্যান। 

তার মনের কথা বলা হয়নি

গৃহের নীল পাখিকে।

নীরব থাকাটা ভালো হয়নি

শীতের চাদরে। বাইরে অন্ধকার আকাশ।

দেখা হবে সে সময়,

যার কাছে থাকবে পুষ্পিত প্রেমের রস।

এখানেই শেষ হবেনা হৃদয় ভালোবাসা।

তোমার মিষ্টিমুখে কথা, শুনার অপেক্ষায়,

নতুন উল্লাসে।