কালো মেয়ে

কালো মেয়ে


   শাহারা খান 
 
আমি আর পারবোনা মা,
বারেবারে কনের সাজে সাজতে।
মুখের চামড়ায় রং মেখে,
পর পুরুষের সামনে বের হতে।

এই লাগিয়ে এগার বার হলো,
কার মনে বলো ধরলো?
চেহারা যে মা কালো আমার,
তাইতো বাঁধ সাধলো।

খুঁটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করে,
কেমন আছে রান্নার হাত।
উচ্চতা কত ফুট,চুল কত লম্বা,
হেসে দেখাও ঠিক আছে কি দাঁত।

শরীর স্বাস্হ্য ভালোই বটে,
চিকন হলে ভালো দেখায়।
গায়ের রং যে বেজায় কালো,
ছেলের সাথে কেমনে মানায়?

কালো মেয়ের বিয়ের জন্য,
মোটা অঙ্কের যৌতুক চাই।
একবার তো মা ভুলেও কেউ,
করেনা আমার মনটা যাচাই।

কি লাভ হলো বিদ্যান হয়ে,
উঁচু লেবেলের চাকুরি নিয়ে।
গায়ের রঙ কালো তাই,
ভেঙ্গে গেলো আবারও বিয়ে।