চোরাবালি এই শহর

চোরাবালি এই শহর


মুবিন চৌধুরী রনি।

কি লিখব কবিতায়?
আজ চোরাবালির সাজে সজ্জিত এই শহর।
কেউ জানেনা,কে কখন। 
শ্বাসরোধ ঘরে গুনে মৃত্যুর প্রহর।

কলমে আজ হাঁসফাঁস।
শহরের ইট বেয়ে,বেড়ে উঠে দীর্ঘশ্বাস।
ডিজিটাল যুগের অজুহাত,
অক্সিজেন এর অভাবে লাশের পরে লাশ।

মাস্ক দিয়ে পাপ,ডাকবে কত আর?
হও রে মাঝি এইবার হুশিয়ার।
তীরে ভিড়াও তোমার পাপের তরী।
বন্ধ কর,ভবের পাপের এই দোকানদারি।

তওবার দরজা খোলা আছে এখনো।
কালকের অপেক্ষায় করিও না আর দেরি।