পাখির বাসা

পাখির বাসা


---পারভীন আকতার

লতাপাতা খড়কুটোয় নিপুণ পাখির বাসাখানি।
ক'দিন চিলেকোঠায় থাকা খাঁচায় বন্দী পাখিটা
আজ বুনেছে নিজের কারুকার্যময় কুঠির।
বাতাসে দোল খায় পাতাদের আড়ালে প্রশান্তির নীড়।
বহুকালের নগ্নতা আজ গুছিয়ে দেয় যেন গুল্ম লতা।
পাখি ছানাপোনার খুঁজে ডিমে মন সুখে তা' দেয়।
মাঝে মাঝে প্রেমিক কাঠবিড়ালি এসে বসে।কাঁচকলা নিয়ে এসে সাদরে খেতে দেয়।

লোহার খাঁচায় বাঁচার আকুতি কেউ শোনেনি।
টুনটুনি,কোকিল,মাছরাঙা,বানর আর বেঁজী হল্লা করে মায়াবনে।
স্বাধীনতার পরম সুখ ছোঁয়া লাগে ডালপালায়।
অট্টালিকায় পড়ে থেকে সাহেবী চালচলনে
নিঃশেষ হয়েছে দেহখানি।
আজ তাই পাখি বিদগ্ধ নগর ছেড়ে
নির্মোহ আকাঙ্খার বসত গড়েছে খোলা আকাশে