ব্রিটিশ বাংলাদেশী নিখোজ হওয়া হাফিজাকে  অবশেষে পাওয়া গেছে।

ব্রিটিশ বাংলাদেশী নিখোজ হওয়া হাফিজাকে  অবশেষে পাওয়া গেছে।

মাহমুদুর রহমান শানুর 

ব্রিটিশ বাংলাদেশী নিখোজ হওয়া হাফিজাকে  অবশেষে পাওয়া গেছে।
 এই বিষয়টি ১১ অক্টোবর রাতে ১১.৩০ মিনিটের দিকে তাদের পরিবারকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে। সাথে সাথেই খবরটি ছড়িয়ে পড়ে বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে ও ফেসবুক-টুইটারে।

হাফিজার নিরাপদ ফিরে আসায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে। কমিউনিটির বিভিন্ন পর্যায় থেকে এই সংবাদটির পর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সৃষ্টিকর্তার কাছে । সবার একটাই প্রত্যাশা ছিলো হাফিজার নিরাপদ ফিরে আসার জন্য।

হাফিজার পরিবার জানিয়েছে এই মূহুর্তে হাফিজা নিরাপদে বাড়ি ফিরেছে এটাই সবচেয়ে বড় স্বস্তির। এর বাইরে আপাতত আর কোন তথ্য তারা বলতে পারছেন না।

এদিকে হাফিজা নিখোঁজের পর থেকে মেট পুলিশের নিউহ্যাম শাখা বেশ দায়িত্বশীলতার সাথে হাফিজাকে খুঁজে গেছে। পুলিশ খুব বেশি সচতন ছিল হাফিজা যেহেতু কিশোরী তাই তাকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে।
তারা ভোর রাত্রের দিকে টুইট করেছ - ভালো খবর, হাফিজাকে খুঁজে পাওয়া গেছে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। 

এক আগে ৭ অক্টোবর বৃহস্পতিবার হাফিজা স্ট্রাটফোর্ডের স্কুল শেষ করে আর বাসায় ফেরেনি। হাফিজার নিঁখোজ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের সহায়তায়। বাঙালি কমিউনিটির মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছেন।মেট্ পুলিশ সহ কমিউনিটির মানুষ সর্তকতা অবলম্বন করা উচিত বলে মনে করেন।