বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন মহিলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ।

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন মহিলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ।

মাহমুদুর রহমান শানুর 

বৃটিশ বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসা ( ২৮) হত্যার প্রতিবাদে ইষ্ট লন্ডন "আলতাব আলী " পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সন্ধা ৭ ঘটিকায় সংগঠনের সভাপতি রুবি হকের সভাপতিত্বে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটেসের কাউন্সিলার ও স্পীকার আহবাব হোসেন।প্রতিবাদ সমাবেশে বিভিন্ন জায়গা থেকে এসে  নারী পুরুষ উপস্থিত হয়ে জোরালো ভাবে বিভিন্ন প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেছেন।বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও  রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেছেন। গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় শিক্ষিকা সাবিনা নেসাকে হত্যা করা হয়েছে।ইতিমধ্যে  হত্যাকারীকে মেট্রোপলিটান পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। উপযুক্ত শাস্তির দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংগঠনের সভাপতি আহাদ চৌধুরী, জাসদের সহ সভাপতি মুজিবুল হক। কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার কাহার চৌধুরী। সাংবাদিক কমিউনিটি একটিভিস্ট চৌধুরী মুরাদ।হিউম্যান রাইটসের সহ সভাপতি ও জার্ণালিষ্ট মতিয়ার চৌধুরী। জাসদ নেতা ও সাংবাদিক  মাহমুদুর রহমান শানুর। সাবেক চিত্র নায়িকা সোনিয়া। ডেপুটি স্পীকার ও কাউন্সিলার জেনেট রহমান। ঘাতক দলাল নির্মুল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম। কাউন্সিলার সাদ চৌধুরী।ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সভাপতি ও কমিউনিটি একটিভিস্ট জামাল খান। কমিউনিটি একটিভিস্ট মেহের নিগার চৌধুরী। নাজমা হোসেন। রাজনীতিবিদ ও কমিউনিটি একটিভিস্ট আ স ম মিসবাহ। হাওয়া টিভি'র সিও রোমানা আনাম। জাসদ নেত্রী ও মানবাধিকার কমিশনের জোছনা পারভীন। কাজী রৌজ ইশরাত জাহান। সুলতানা রাজিয়া। সখী খাতুন। নুরুল ইসলাম। নুরুল ইসলাম। মাহমুদা খানম।মিসবাহ আহমেদ। হামিদা ইদ্রিস। রোমানা রাখি।মাহমদ আলী। গোলাব আলী। সিজিল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 
সব বক্তরা বলেন, সাবিনা নেসা হত্যা কারীর সর্বোচ্চ শাস্তি দাবী করছেন।ভবিষ্যতে যেন আর কোন নারী পুরুষ এই রকম হত্যার শিকার না হতে হয় সেই দিকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহের মধ্যে তিন জন বাঙালি হত্যার শিকার হয়েছেন।ইংল্যান্ডে যে ভাবে নাইফ ক্রাইম শিকার হচ্ছেন বাঙালি সমাজ আতংকিত হয়ে পড়েছেন।মেট্রোপলিটান পুলিশ সহ বিভিন্ন সংস্থা কে অনুরোধ জানিয়েছেন। পুলিশি ব্যবস্থাকে আরও জোরদার করার। প্রতিটি মানুষের জীবন আজ হুমকির মুখে।  বহুজাতিক সমাজ আজ আতংকিত অবস্থায় আছে। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পিটিশন করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন বিভিন্ন বক্তা।