ভালো থেকো

ভালো থেকো

রেবেকা সুলতানা (রেবা ) 

অঝোর ধারায় বৃষ্টি পাত হলো কিছুক্ষন

আমার বুকটা ভূ-মধ্য সাগর।

খুব অভিমান ছিলো একজনের উপর

দুঃখ কমতো আমি জানি নিশ্চিত 

সে চাইলেই ভেঙ্গে দিতে পারতো,

হাত ধরে নিয়ে যেতে পারতো

আমার রচিত স্বপ্ন কাননের কাছে,

মনটা ভালো করে দিতে পারতো,

কিন্তু এইসব কিছুই হয়নি। 

অশ্রু ঝরিয়ে যাচ্ছে আজন্মকাল

মহা প্রলয়ের ধ্বনি বেজে চলে লাগাতার,

হৃদয়ের মাঝে হচ্ছে তোলপাড়

যেখানে ভালোবাসার প্রনয় ক্ষনকাল

যেন শান্ত সাগরে ভেষে আছে দু -দু খানি চোখ।

তুমি ভেসে বেড়াও না হয় আমি ডুবে যাই

আমি তলানিতে তুমি থাক চুঁড়ায়।