লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

বাংলাভাষী ডেস্ক 


ব্রিটেনে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের ফলাফল ২০২২ কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। আমরা ক্লাবের নবনির্বাচিত বিজয়ী কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর যারা বিজিত হয়েছেন তাঁদের প্রতিও থাকলো সশ্রদ্ধ ভালবাসা। নিচে পূর্নাঙ্গ ফলাফল প্রকাশিত হলো:
যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হচ্ছেন : প্রেসিডেন্ট -এমদাদুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ১৮২), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-তারেক চৌধুরী (১৯৮ ভোট), ভাইস প্রেসিডেন্ট -রহমত আলী(১৭১ ভোট), জেনারেল সেক্রেটারি-তাইসির মাহমুদ (১৭৬ ভোট),এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি-সাঈম চৌধুরী (১৫৫ ভোট), ট্রেজারার-সালেহ আহমদ (১৭৮ ভোট), এসিসটেন্ট ট্রেজারার-মোহাম্মদ আব্দুল কাইয়ুম (১২৫ ভোট), অরগেনাইজিং সেক্রেটারি -ইমরান আহমদ (১৬১ ভোট), মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি -মো: আবদুল হান্নান (১৭৫ ভোট), ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি -মো: রেজাউল করিম মৃধা (১৭৪ ভোট)।

নির্বাহী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন : আহাদ চৌধুরী বাবা (প্রাপ্ত ভোট ২১৬), নাজমুল হোসেন ( ১৭৩ ভোট), আনোয়ার শাহজাহান (১৫৪ ভোট), শাহনাজ সুলতানা (১৪৭ ভোট),মো: সারওয়ার হোসেন ( ১৪৮ ভোট)।
যাঁরা পরাজিত হয়েছেন তাঁদের প্রাপ্ত ভোট হচ্ছে : প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ আবদুস সাত্তার (প্রাপ্ত ভোট ১২৮), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-শেখ মোজাম্মেল হোসেন কামাল (১০৮ ভোট), ভাইস প্রেসিডেন্ট -আনিসুর রহমান আনিস (১২৮ ভোট), জেনারেল সেক্রেটারি-মুসলেহ উদ্দিন আহমদ (১৩১ ভোট), এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি-ইব্রাহিম খলিল (১৫৪ ভোট), ট্রেজারার-আবদুল কাদির মুরাদ (১২০ ভোট), এসিসটেন্ট ট্রেজারার-আমিনুল আহসান তানিম (৯৬ ভোট) এবং পলি রহমান (৮৫ ভোট), অরগেনাইজিং সেক্রেটারি -রূপী আমিন (১৪৪ ভোট), মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি -মো: আবদুল কাইয়ুম (১৪৯ ভোট), ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি -জুয়েল দাস (১৩১ ভোট)।
নির্বাচনে আব্দুস সাত্তার-মুসলেহ-সালেহ এবং এমাদ-তাইসির-মুরাদ প্যানেল অংশ গ্রহণ করেন। এছাড়াও ৩ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। উভয় প্যানেল থেকে ১৫ জন করে এবং স্বতন্ত্র হিসাবে আরও ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ৩২০ জন। দুপুর ১২টা থেকে ২.৩০ মিনিট ছিল দ্বি-বার্ষিক সম্মেলন। এরপর বেলা আড়াইটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত। রাত সাড়ে এগারোটার দিকে ফলাফল প্রকাশিত হয়। ৩০ জানুয়ারি (রোববার) ছিল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২২-২০২৪ সালের নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে আজকে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘোষিত হলো।