শীতের যৌবন দুপুরে

শীতের যৌবন দুপুরে

    রফিকুল ইসলাম

উষ্ণ সোহাগী শীতের যৌবন দুপুরে

আনমনে হারানো প্রতিলিপি খুঁজে বেড়াই,

দীর্ঘ গুবাকের ছায়া সোনারোদে এসে দাঁড়ায়

পাতার ফাঁক থেকে সূর্যালোক ছুঁয়েছে আমায়।

কাঁটাঝোপ আর ধূলো ভরা দিগন্ত মাঠে

পুরানো দুপুরের মতো সূর্যটা অলসে নেমেছে নিচে

চিলের ডানা নীল ছুঁয়ে যায় ধূসর কুয়াশায় মিশে 

সব উষ্ণতা ফিরে চলে যায় নিঃসঙ্গ চিলের পিছে।

আজও দুপুর এসে নীরবে ঘামছে শীতে

শুধিতে হবে যে ঋণ পৌষের আছে দাবি দাওয়া 

আলোদের চুষে নিয়ে যায়; অনাগত রাতের মায়া

দেখি—আমারই পায়ের নিচে পড়ে আমারই ছায়া।