সেই মেয়েটি

সেই মেয়েটি


আলমগীর হোসাইন 

নদীর তীরে জন্ম তোমার 
বেড়ে উঠা শৈশব কৈশোর পেরিয়ে 
সবে মাত্র উঁকি দেয়া যৌবন মনে
বসন্তের শিহরণ জাগে ক্ষণে ক্ষণে। 

অস্পর্শ ভালোবাসার ছোঁয়ার
আলতো পরশ বুঝে উঠার আগেই 
জীবন থেকে হারিয়ে গেলো
রঙ্গিন সুখের ভাবনা গুলো। 

কলকল ছলছল বহতা নদীর
অথই জলের গহীনে ডুবেছে মন
সাঁতার কেটেছি মাঝি মাল্লার সাথে
কতো মধুর স্বপ্নময়ী ছিলো সে জীবন। 

নদী পাড়ের স্বপ্ন কন্যার অশুভ কাল
অবুঝ উড়ু উড়ু দূরন্তপনা মন
নিত্য পুতুল খেলার সাথী খুঁজে 
এ অচিন পুরে নেই তার সে আপন। 

পূর্ণিমার ভরা জোছনার প্লাবিত রাতে
মনের গহীনে শৈশব কৈশোরের
স্মৃতি বিজড়িত সাথীদের কথা জাগে
  পাশে তুমি সুনসান নীরবতা একা আমি।   

নব সাথী সংসার নতুন জীবন
বড়ই দুঃসহ বেমানান আজব লাগে
দিনের আলোয় যেমন তেমন
আঁধারের নগ্ন উম্মাদনা আঘাত হানে। 

কামাতুর বাসনার ক্ষুধার্ত প্রেমী
স্রোতের বৈরী আবহে চলা
দুঃখ নদীর স্বাভাবিক প্রবা
রোজ বাঁধাগ্রস্ত সময়ের অপূর্ণতায়  । 

সুখ দুঃখ বুঝার আগেই
গ্রহণ লাগা ক্ষুদে জীবন
সেই কিশোরী সময়ের শাসনে
স্বনামধন্য সাহিত্য বিশারদ। 

হারিয়েছে সর্বস্ব দহনে পোড়া মন 
উদীয়মান জীবনের করুন ছন্দপতন
কেউ কি আসিবে মন ভাঙ্গা প্রেমের 
রূপকার হয়ে কোন কালে কখনো । 

দুঃখ নদী ফিরিয়ে পাবে তার
আপন স্বকীয়তা হারানো গৌরব
পরিপূর্ণতা রাঙ্গিয়ে দেবে সেই মহৎ প্রাণ 
সাগর সঙ্গমে মিলেমিশে হবে একাকার।