সোনামাঠ আর সুখপাখি

সোনামাঠ আর সুখপাখি

গোলাম রববানী

হাজার মাঠের সেরা হবে সোনা তলার মাট

তার বুক চিরে আজি গড়ে উঠেছে পাকা রাস্তাঘাট

কোনো কালে কেউ সেথায় পাইছে সোনার এক ঘট

সেটা কোনো বড় কথা নই দেখবে মায়ের চিত্রপট  

আনন্দেতে ভরে যাবে দেখলে মায়ের হাসিমুখ

মাঠের মাঝে আছে অফি হাউজ দেখবে সুমুখ 

কপোতাক্ষ নদের পাশে আছে সোনা তলার মাট

সোনার ফসল ফলে সেথায় আনন্দে সাঁতার কাট

তোমরা সবে সোনা তলার মাঠ দেখতে যদি চাও

যশোর রোডের বাইপাস সড়ক সাতক্ষীরা রোডে যাও

সোনা তলার মাঠ পেরুলে বাঁশবাড়ীয়া আমার বাড়ি

পিতা লিয়াকত মাতা খাদিজা'র এক নয়নমণি 

সোনা তলার সূর্যাস্ত সূর্যোদয় কী যে চমৎকার 

মাঠের পাশে বাঁশবাগানের পাখপাখালির সমাহার 

সোনা তলার ফসলের মাঠ আনন্দে গাই গান

তাই দেখে যে পথচারীদের হৃদয়ে দোলা দেয় প্রাণ