২১শে_ফেব্রুয়ারি_শোক_নাকি_উৎসবের_দিন?

২১শে_ফেব্রুয়ারি_শোক_নাকি_উৎসবের_দিন?

ব্যারিস্টার_ফারাহ_খান

যে দেশে জান মালের নিরাপত্তা নেই, পরাধীন বিচার ব্যবস্থা, নারীর কোন নিরাপত্তা নেই, খবরের কাগজ খুললেই শিশু থেকে বৃদ্ধ, জিন্স-পেন্ট পড়ুয়া থেকে হিজাব-বোরকা পড়ুয়া ধর্ষণ হয়, নোংরা আবর্জনা থুতু পরিত্যক্ত খাবার ফেলা হয় রাস্তায় অন্য মানুষের মুখের সামনে, রাজনৈতিক কারণে প্রতিহিংসা মূলক গায়েবি ও মিথ্যা মামলার হিসাব নেই, সেই দেশে মধ্যরাতে খালি পায়ে হেঁটে পাথরের বেদীতে শতকোটি টাকার ফুল দিতে যাই আমরা! আপনাদের হয়তো মনে আছে গত বছর ভাষা সৈনিকদের নামে বীর শ্রেষ্ঠ দের ছবি দিয়ে পোস্টার করা হয়েছিল! এ বছর দেখলাম করোনার কারণে অনেকেই মুখে কালো-সাদা পোশাকের সাথে মিলিয়ে ফ্যাশনেবল মাস্ক পরেছেন!!

সত্যিই কি এটাই শ্রদ্ধা? এই ভালবাসা, সম্মান ও মর্যাদা পাওয়ার জন্য কি আমাদের ভাষা শহীদরা নিজেদের রক্ত দিয়ে গিয়েছেন? নিজেদের জীবন দিয়ে গিয়েছেন? 
আসুন সকল রমরমা ব্যবসা যেমন ফুল কেনা বেচা পোস্টার লাগানো বন্ধ করি। বন্ধ করি সেই সকল বানিজ্য যা ভাষা শহীদদের সম্মানের পরিপন্থি। বন্ধ করি ২১শে ফেব্রুয়ারি কে সামনে রেখে বাড়ির সবচেয়ে মুরুব্বি থেকে শুরু করে বৌ কিংবা বাচ্চার নতুন সাদা-কালো পোশাক কেনা। অবশ্যই, আমরা ফুল নিয়ে যাবো তবে তা বিশাল পুষ্পান্জলী হতে হবে তেমন কোন কথা নেই, আমরা কালো পোশাক পরবো শোকের প্রতিক হিসেবে তবে অবশ্যই তা নতুন হওয়ার দরকার নেই। 

আরেক টা বিষয়। ভাষা শহীদ’দের প্রতি একটু বেশি ভালবাসা কিংবা আবেগী হয়ে কেউ আজকে রাস্তা-ঘাটে গাড়ি-বাড়ি তে হিন্দি বা ইংরেজী গান বাজায় কি না তা একটু খেয়াল রেখেন। বলা তো যায় না কেউ ভাবতেও পারে ‘ভাষা শহীদ’দের প্রতি ভালবাসার কোন “ভাষা” হয় না’! কারণ আমরা হচ্ছি সেই জাতি, যারা বাংলা ভাষার জন্য লড়াই করে জীবন দিয়ে সেটা পালন করি ইংরেজি তারিখে..!!

আমাদের ভুলে গেলে চলবে না- ২১শে ফেব্রুয়ারি শোকের দিন। কিন্তু আফসোস এখন দিনটি আমলাতন্ত্রিকতা ও আনুষ্ঠানিকতায় ভরা। এখন মনে হয় চারদিকে শুধু আনন্দ আর ২১শে ফেব্রুয়ারি একটি উৎসবের দিন। সময়ের সাথে আমরা ভুলে গিয়েছি কোন দিনটি আনন্দের উৎসবের আর কোন দিনটি শ্রদ্ধা শোক ত্যাগ আত্মসম্মান ও অহংকারের। ভাষা আন্দোলনের ৬৯ বছর ও স্বাধীনতার ৫০ বছর ২১শে ফেব্রুয়ারি শোকের বদলে উৎসব ও আনন্দের দিনে পরিনত হওয়া সত্যিই দু:খের এবং বাঙালি জাতি হিসেবে আমাদের লজ্জার। 

আসুন, আমাদের পূর্ব প্রজন্ম না পারলেও আমরা বর্তমান প্রজন্ম নতুন করে চিন্তা করি। প্রথমেই বদলে দেই ২১শে ফেব্রুয়ারি ইংরেজী মাসের তারিখটি এবং শপথ করি শত কোটি টাকার ফুল দিয়ে নয় বরং অহেতুক ফুল কেনা, নতুন পোশাক কেনা ও পোস্টার বানানোর টাকা দিয়ে যত অসহায় দরিদ্র ভাষা সৈনিক এখনো বেঁচে আছেন কিংবা যেই সকল অসচ্ছল ভাষা শহীদদের পরিবার আছে সেই সকল পরিবারগুলো কে সাহায্য করে দাঁড় করিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার করে দেই...। 
এমন কাজই হবে ভাষা শহীদদের প্রতি সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের আমার বিনম্র শ্রদ্ধা...