আইএসপিআর এর নাম বাংলা করার দাবী জানালেন বাজাসদ নেতা শামীম আহমেদ
বাংলাভাষী ডেস্ক
যুক্তরাজ্য প্রবাসী বাজাসদ নেতা শামীম আহমেদ ISPR (Inter Services Public Relations এর নাম বাংলা করার আহ্বান জানিয়েছেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন পাকিস্তান সেনা বাহিনীর মিডিয়া উইং এর নাম ISPR (Inter Services Public Relations) ১৯৪৯ ইংরেজিতে প্রতিষ্টা লগ্ন থেকে।কিন্তু স্বাধীনতার ৫০ বৎসর পরেও আজ পর্যন্ত্য বাংলাদেশ সেনা বাহীনি সেই একই নামে গনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
যে দেশটি মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, বিশ্বের সম্মান ও স্বীকৃতী লাভ করেছে,মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা আমাদের দেশ প্রেমীক সেনাবাহীনিতে কেন এখনো এই ঘৃনিত পাকি নামটি বহাল রয়েছে ?
বাংলাদেশ সেনাবাহিনীর নামের সাথে সম্পুর্ণ বেমানান এই নামটি অবিলম্বে পরিবর্তন করে বাংলা এবং ইংরেজীতে একটি অর্থবহ
নাম রাখার জন্য কতৃপক্ষের নিকট
দাবী জানাচ্ছি।