কতোটা আর সময় নেবো

নূরনাহার নিপা
তোমাকে কষ্ট দেবো একবার
প্রথম প্রেমে পাওয়া কষ্ট কেমন
বড়ো প্রয়োজন আছে জানবার।
কষ্ট পেয়ে পেয়ে যাক দিন চার …
বড়ো প্রয়োজন আছে
কষ্ট পেয়ে পেয়ে আমাকে চিনবার।
যদি চিনতে পারো
তবে ধরে নেবো তুমিই সেই পুরুষ
যার ভাবনা ছাড়া আসে বা আর কারো।
যে আছে এ হৃদয়ে
এখনো জমেনি যে
শৈত্য প্রবাহে হিম হয়ে।
কতোটা আর সময় নেবো?
আমার সমস্ত কবিতার শব্দরাজী
তোমাকেই উৎসর্গ করে দেবো।
ছেড়ে গিয়ে নিজের সীমানা
তোমার কাছেই যাবো
ফরহাদ যেমন পেয়েছিলো নিজ ঠিকানা।