কল্পজালে

শাহীন চৌধুরী ডলি --
ডেকে নিয়ে কাছে ফেরারি মধ্যাহ্নে
ফেলে গেলে শূন্যতার বাঁকে
কুহক নীলে আকণ্ঠ ডুবে
মর্মে বাজে বেদনামথিত সুর।
কড়ই শাখে কোকিলের ডাক
বৃক্ষের নতুন পল্লব, আমের মুকুল
জানান দিচ্ছে বসন্ত এসে গেছে
তবু কিছু কথা বাকি থাকে অবশেষে।
দীঘির শান্ত জলে ছুঁড়ে দিই
শব্দের নীরব কথন
তুমি রয়ে গেছো
আমার অগুনতি স্মৃতিতে
দাহ্য করছো নিখাদ কল্পজালে
নিষ্ঠুর উল্লাসে।
যদি আরেক জন্ম পাই
তবু তোমাকেই চাই,
আমি মলিন হাসি ত্যাগে
ফাগুনে কৃষ্ণচূড়া হবো।
যখন হেঁটে যাবে পড়ন্ত বিকেলে
টুপটাপ ঝরে পড়বো
ঠিক তোমার মনের ক্যানভাসে