দিশাহীন

এন এ আলম ( সীমু ) ।
ভালোবাসা জিনিষটার মাধুরীময়তা তখনো হয় ত ‘
তুমি জানো নাই ।
তাই ------,,
ঘাড় নেড়ে ফিরিয়ে দিয়েছিলে এই অামাকে
কিন্তু দেখো ,
অামার মুখটি একটি বারের জন্যেও ফিরিয়ে নেই নাই
কেবল তোমার চলে যাওয়ার পথে চোখ রেখে,
তীব্র দহন তবুও হাসি মাখা মুখে
অপলক তাকিয়েছিলাম অামার দিশা-হীন দু'টি চোখে ।