পাথেয়-বিষয়ক

সন্দীপক মল্লিক
দেহ-তাত্ত্বিক ফাগুনের তাপে
স্বাস্থ্যবিজ্ঞান ধ্বংস !
প্রেম-হননের মুগ্ধতার পাপে
অন্যায়কারীর নূপুর !
জীবন-কৃষ্টির চন্দনহারা
সবুজ-ঘরের গান !
ইন্দ্রিয়জ রস অপভোগে বাঁচে
রক্তাক্ত সন্দীপনায় !
মানবিক ধ্যানের কারু-কাজ শূন্য
বে-সামাল বাসনায় !
অর্বাচীনের ঘর-সংসারে মরে
চৈতন্যের চাঁদিমা !
বিনষ্টির শোভা, মরণের বীজ
মননেরই আলপনায় !
প্রগতির নীতি, চেতনার সুধা
উন্মাতাল নিঃশেষণে !
অপরূপ সব বস্তু ও বিষয়
অপাপবিদ্ধ নেই !
পৌষালি প্রাণ পাথেয় রসের
ক্ষণবাদী নেশায় বুঁদ !