পরিযায়ী শ্রমিক

রিনা দাস
লক্ ডাউনে ঘরে বসে থাকি
অসহায় শ্রমিকগুলো থাকেনা
দল বেঁধে ওরা রাস্তায় নামে
পেটের জ্বালা মানেনা ৷
ক্ষুধার রাজ্যে অসহায় ওরা
সতর্ক বার্তা শোনেনা
কর্ম বিহীন খাদ্যাভাবে
জীবনের মায়া করেনা ৷
শিশুদের ক্ষুধা ক্রন্দনে
ভেঙে যায় বুক
অসহায় কাতরায়
তবু দয়াহীন ভুক ৷
নোনা জলে ঝাপসা চোখ
গল্পে হেঁটে চলে
থেকে থেকে দীর্ঘশ্বাসে
আবেশে চোখ জ্বলে ৷
এ জনমের সাধ পূরণের
কেড়ে নিল ওদের বাসনা
যেখানে যায় কাজের খোঁজে
সেখানে মেলে শুধু লাঞ্ছনা ৷