ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
বাংলাভাষী ডেস্ক::
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) এ তথ্য জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। উৎপত্তিস্থল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে। রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে, আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে আজ সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।