রুয়েট উপাচার্যের পদত্যাগ
বাংলাভাষী ডেস্কঃঃ
শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন।
রোববার রাত পৌনে ৯টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে কার্যালয় ত্যাগ করেন বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক।
এ বিষয়ে জানতে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এছাড়া পদত্যাগকারী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের তোপের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে কার্যালয় থেকে বেরিয়ে যান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন।