শেষের দিন

মহুয়া চক্রবর্তী
( ভারত )
ডাক এসেছে এবার যাবার
সময় যে তাই ঘরে ফেরার,
হিসাবের খাতা খুলবে এবার
কি পেয়েছো ভেবো না ও মন
কি দিয়েছো ভাবো একবার।
কড়ায়-গণ্ডায় হিসাব হবে
আদালতের বিচার সভায়।
জীবন আজ নিভু নিভু
কোথায় আছো তুমি হে প্রভু।
পারের করি নেই যে আমার,
একবার হাতটি ধরো পার করে দাও
জীবন নদীর ভবসিন্ধু পার।
আমার বলে নেই তো কিছু
সবই তোমার দেওয়া উপহার।
মিছে কাদি আমার বলে,
শুধু বেঁচে আছি মায়ার জালে।
যেদিন আমি যাব চলে
দুয়ার ধোয়াবে গঙ্গা জলে,
আর দেবনা ডাকে সাড়া
হবো সেদিন বাঁধনছাড়া।
চোখের পাতা বন্ধ হলে
সবাই সেদিন আমায় যাবে ভুলে।
আসি বন্ধু বিদায় জানাই এবার তবে
ভালো থেকো আমার প্রিয় জন সবে।