সময়, তুমি বুড়ো জিপসি ম্যান। (Time, You Old Gipsy Man -Ralph Hodgson)

মুহম্মদ বজলুশ শহীদ
সময়, তুমি বুড়ো জিপসি ম্যান,
থামাও না কেন -তোমার ক্যারাভান?
একটু থামো একটা দিনের তরে।
অতিথি হয়ে এসো আমার ঘরে।
তোমার ঘোড়ায় রূপোর ঘুন্টি দেবো,
স্বর্ণকারে বানাবে অংগুরীয়।
নুইয়ে মাথা নাচবে ময়ূরীরা,
গাইবে সব কিশোর বালকেরা।
মিস্টি মেয়েরা ফেস্টুন হাতে নিয়ে,
সাজাবে তোমায় বাসন্তী মালা দিয়ে।
সময় তুমি বুড়ো জিপসি ম্যান
একটু থামাও তোমার ক্যারাভান।
কিসের তরে তাড়া তোমার এতো!
গত সপ্তাহে ছিলে ব্যবিলনে,
গত রাতে ছিলে তুমি রোমে,
সকালে দেখি জনতার মাঝখানে
এখন দেখি- আছো পলের ডোমে,
তার ঘড়ির কাঁটায় ঘুরছো অবিরত,
একটু থামাও তোমার ক্যারাভান
সময় তুমি বুড়ো জিপ্সি ম্যান।
এবার ধরো তোমার লাগাম টানি,
এই শহরে থামো একটু খানি,
শোন কথা বধির হোয়ো নাকো,
মাতৃগর্ভে ঘুমিয়ে কেনো থাকো,
হেথা নয়ত থামো অন্য খানে
আটকে আছো সমাধির সুনসানে।
একটু থামো একটা দিনের তরে,
অতিথি হয়ে এসো আমার ঘরে
সময়, তুমি বুড়ো জিপসি ম্যান,
থামাও না কেন -তোমার ক্যারাভান?