সরকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: রিজভী
বাংলাভাষী ডেস্কঃঃ
অতীতের মতো আবারও বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
বুধবার (২৪ মে) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্য নিয়ে সরকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রাজনীতিতে এমন বক্তব্য অস্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, খোদ সরকারপ্রধানই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
বিএনপি কে নিশ্চিহ্ন করে দেয়া হবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পরই পুলিশ আরও বেশি আগ্রাসী আচরণ করছে বলেও অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলনে সায়েন্সল্যাবে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় সংঘর্ষের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।