বাংলাভাষী ডেস্ক :
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ।
আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরু হবে।
এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি আফগানদের। ৯ ম্যাচে ৬টিতে জয়। বাকি ৩টিতে বাংলাদেশ।
এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও একমাত্র টেস্টে জিতেছে বড় ব্যবধানে।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পড়েছে ব্যাপক সাড়া। বৃষ্টির হুমকি মাথায় নিয়েও গতকাল টিকিটের জন্যে ছিল দীর্ঘ লাইন। আজো তেমনটা প্রত্যাশা করছেন ক্রিকেটঅনুরাগীরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে এসেছে দর্শক প্রসঙ্গ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ‘(দর্শকরা) সাপোর্ট করবে। বাংলাদেশের খেলা হচ্ছে। বাংলাদেশকে ছাড়া কাকে সাপোর্ট করবে।’
ওয়ানডে সিরিজে হার সত্ত্বেও বাংলাদেশ আশা করছে ভালো ফলাফলের। নিজেদের দলের ওপর আস্থা রাখছেন সাকিব। বলছেন, ‘আমার কাছে মনে হয়, আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা না করি। আমরা যখন ওপেন মাইন্ডেড থাকি, কিভাবে মেকাপ করা যায় সেভাবে চিন্তা করি এবং নিজের জায়গা থেকে কিভাবে ১০-২০ শতাংশ উন্নতি করতে পারি সেই চিন্তাগুলো করি। সেগুলো তখন পারফর্ম বেশি করে’।
চলতি বছরে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল। সেই হিসেবে আফগানরাতো উড়ে যাওয়ার কথা, । কিন্তু ভীষণ বাস্তববাদী সাকিব আল হাসান। বললেন, আফগান চ্যালেঞ্জ কঠিন হতে পারে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়েও। কন্ডিশনের কারণে ইংলিশরা বাংলাদেশের মাটিতে সুবিধা করতে পারেনি। কিন্তু এই কন্ডিশনতো রশিদ-মুজিবদের কাছে মুখস্থ।
ওয়ানডে সিরিজে আফগান স্পিনত্রয়ী রশিদ-মুজিব-নবি বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। সর্বোচ্চ ৪ উইকেট করে নেন রশিদ খান-মুজিব উর রহমান। মোহাম্মদ নবীর ঝুলিতে জমা হয় ৩ উইকেটে। এদিকে পেসার ফজল হক ফারুকি একাই নেন ৮ উইকেট। সব মিলিয়ে আফগান বোলিং বিভাগ টি-টোয়েন্টিতেও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সাকিব প্রতিপক্ষ কী করতে পারে না ভেবে নিজেরা কি করতে পারবেন সেটি নিয়েই বেশি ভাবছেন।
সিরিজ জয়ের প্রত্যাশা রেখে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন চ্যালেঞ্জের কথা, ‘শেষ দুই হোম সিরিজে আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল। চেষ্টা থাকবে, আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি, যেভাবে উন্নতি করছি, সেভাবে প্রতিটা ম্যাচে পারফর্ম করার জন্য।’
Developed by:
Helpline : +88 01712 88 65 03