সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক, কুনু মিয়া আর নেই
বাংলাভাষী ডেক্স :-
সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুনু মিয়া ইন্তেকাল করিয়াছেন
যুক্তরাজ্য জাসদের সহ সম্পাদক ও গ্রেটার লন্ডন জাসদ এর সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেন এর বড় ভাই সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুনু মিয়া রাত ৯.৪৫ মিনিটের সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাইপাস সার্জারি পর আর জ্ঞান ফিরে আসেনি। হঠাৎ হার্ট এবং কিডনির কার্যক্ষমতা হারিয়ে গেছে। তাঁর মৃত্যুতে দেশ বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন জনদরদী, সমাজহিতৈষী মানুষ ছিলেন। গরীব দুঃখী মেহনতী মানুষের একজন বন্ধু ছিলেন। রাজনৈতিক অঙ্গনে একজন অত্যন্ত সুপরিচিত। তিনি অত্যন্ত দয়ালু পরহেজগার নামাজী আদর্শ মানুষ হিসাবে পরিচিত ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন। আমিন।