হরতালের ১৫ ঘণ্টায় দেশজুড়ে ১১টি যানবাহনে আগুন
বাংলাভাষী ডেস্ক::
তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।