অন্তঃপুরে

অন্তঃপুরে

শামীমা আহমেদ 

তোমার ভাবনা-র ভাবনায়

কে আছে জানিনা,

কার বসবাস সে ভাবনার আঙিনায়, 

কার চলাচল সে ভাবনার নীলিমায়,

কার ছায়া সে ভাবনার ফটকে 

আমি কি পুরোটা জুড়েই ?

না খানিকটা ফুঁড়ে

সে খবর আমি রাখিনা। 

ভেবে ভেবে 

কি যেন কি ভেবেই চলেছো,

আমায় নিয়েছো কি সে ভাবনায় ?

অতলান্ত সে ভাবনার সাগরে,

আমার ভালবাসার ঢেউ

ছুঁয়ে যায় কি তোমার হৃদয়-সৈকতে

খুব চুপিসারে ?

সে আভাস আমি যাচি না। 

নিস্পলক ভাবনার দৃষ্টিতে 

আমায় চেয়েছো কি,

তাপদাহের খর বৃষ্টিতে

ভিজিয়ে দিতে তোমায়

একাকীত্বের সঙ্গী হতে,

সে খোঁজ আমি রাখি না। 

পাইনি কোন সংকেতে ইশারায়, 

কেবলি তুমি ভাবলেশহীনতায় 

আমার গন্তব্য তবু ফেরায় না আমায় ;

শুধু জানি তোমার অন্তঃপুরে

আমার যাতায়াত নির্বাধায়,

শুধু বুঝি তোমার হৃদগহীনে

আমার ডুবে থাকা নিঃশব্দে, নির্দ্বিধায়।