অন্তঃসারশূন্য বিশ্বাস

অন্তঃসারশূন্য বিশ্বাস

তপনকান্তি মুখার্জি 

ঘুড়িটা এখনও টাল খায়নি । অন্তরের প্রগাঢ় নিশ্চয়তা থেকে উৎসারিত বাতাসে সে ভাসছে আকাশে । ছেলেটাও লাটাই হাতে ভাসছে বাসন্তিক আশায় । অস্থির সময়ের উত্তাপ থেকে মাথা বাঁচিয়ে দুজনেই ছুটছে গলির ভেতর দিয়ে ময়দান ভেঙে এঁদো গলিতে । পরিস্থিতির চাপে দুজনেই বিপর্যস্ত । ছুটে চলার অন্তঃসারশূন্যতা ধীরে ধীরে গ্রাস করে দুজনকে । একজন আকাশে , অন্যজন মাটিতে । সম্পর্ক বাঁধা সরু সুতোয় । সেই সুতোয় এখন টান । দূরে চলে যাচ্ছে বিশ্বাস । ভোঁকাট্টা হতে দেরি নেই আর ।