অনূভুতি জুড়ে ছিলে তুমি

অনূভুতি জুড়ে ছিলে তুমি

 রিতুনুর 

জীবনের সমস্ত অনুভূতি জুড়ে ছিলে তুমি,

স্বয়নে স্বপনে জাগরণে 

চাইতাম তোমাকে মনপ্রাণ দিয়ে। 

সেই তুমি একদিন,

কাল হয়ে গেলে অতি লোভের কারণে 

মুছে দিলাম জীবন থেকে তোমাকে

সমুদ্রের জলে ভাসিয়ে দিলাম

সুখের নাও

যাও তুমি বহুদূরে ভেসে যাও। 

দাও তুমি তোমার প্রেম, 

অন্যকে সমুদ্রের ফেনার মতো ঢেলে দাও।

বয়ে যাক এই চোখে যতো কষ্টের নোনাজল, 

জানি সব প্রেমে আসে না

শুভ ফলাফল। 

প্রতিটা আঁধারে যেমন উঠে না আকাশে চাঁদ ভালোবেসে তেমনি, 

সবাই রাখতে পারে না হাতে হাত।

মুষ্টিতে চেপে রাখতে পারে না কেউ তারে

যদি বিরহী দহনে জ্বলতে জ্বলতে 

কেউ প্রেম ছাড়ে।

এখন আর ভালোবেসে তোমায় ডাকি না 

তোমার জন্য পথের বাঁকে 

হারিকেন জ্বালিয়ে চেয়ে থাকি না।

সিঁড়ির পর সিঁড়ি পেড়িয়ে এসেছে আবার প্রেম

অস্তিত্বের তন্তজালে জেগেছে শিহরণ 

সব স্মৃতি ভুলে ভালো হয়েছে নতুন করে মন।