অন্য আকাশ

অন্য আকাশ

মাধুরী নাসরিন

তুমি তখন উড়ছিলে আকাশে

যতদূর দেখা যায় আকাশসীমা

তুমি উড়েই যাও শুধু।

আর আমি এই মাটির ধরায়

একরত্তি ঘাস--

দেখি তোমার উড়োউড়ি

বড় সাধ জাগে উড়তে তোমার সাথে

ঘুড়ির মতো--

কাটাকাটি খেলতে--

পারিনা, শেকড় ছাড়েনা আমায়

আমি দেখেই তৃষ্ণা মিটাই--

তারপর একদিন --

আমারও সময় এলো--

শেকড়ের টানে ভাটা--

আমি তখন শুকনো পাংশুটে ঘাস

শিকর বিহীন--

উতলা বাতাসে উড়ে যাই উড়ে যাই

উড়ে যাই আকাশের শেষ সীমায়

পাইনা সেখানে তোমাকে ---

তোমার আর আমার আকাশ এক নয়।