অনিষ্পন্ন

অনিষ্পন্ন

আব্দুছ ছালাম চৌধুরী 

আমার প্রাপ্তিতা শূন্যের কোঠায়,কিন্তু উচ্ছ্বাস'-গগনচুম্বী,

আমি অনুচ্চ্যে হৃদয় উড়াই, চোখ বুজে করি তারে স্পর্শ। 

আমাকে থামিও দিও না, আমাকে ভালোবাসতে দাও—

আমি ভালো না বাসলে,আমার কলম থেমে যাবে 

তখন দায়ী হবে তুমি 

কোর্টকাছারিতে যাবে তুমি 

দোষী সাব্যস্ত হলেও হতে পারো— সেই তুমি। 

আজ প্রথম দেখার প্রথম রিভিউটি চোখে পড়লো

কে বলে তুমি আমাকে ভালোবাসোনি

কে বলে তোমার মধ্যে ছলনা ছিলো না 

আলবত ছিলো—ভালোবাসার ছল ছিলো।

মমতার চাদরে মোড়ানো ছিলো নিশুতি অব্দি 

তাই তো—

পুরাতন খবরের কাগজের পাতায় পাতায়, আমাকে নিয়ে তোমার লেখা ছিলো।

দোষ তো আমারই! 

আমি জানতাম না— আমি ছিলাম বেখবর।

আজ জেনেছি—তাই আবারও ভালোবেসেছি।

অসমাপ্ত থাক্ এই ভালোবাসা, অনিষ্পন্ন থাক্ শেষ অব্দি।