অরুণেশ্বর

অরুণেশ্বর

সাহেলা শারমীন শাম্মী"

তুমি আমার 

না দেখা অরুণেশ্বর

আমি ব্যকুল সেই 

তোমার কমলিকা।

দেবতালয় নেই তবু 

অভিসম্পাত ছুঁড়ে,

ছিন্ন ছন্দের সুর তুলে 

থেমে যায় উর্বশী নৃত্য ।

মর্তের কোলাহল বিভ্রান্তে,

তোমার সামনে দাঁড়িয়েও 

চিনতে পারিনা মুখাবয়ব।

আমার অরুনেশ্বর

আমি সেই কমলিকা 

মনে পড়ে যায় জন্মান্তর

মধুশ্রী সৌরের প্রেম,

সেই মৃদঙ্গ সেই সুরসভা

স্বর্গে ছেড়ে স্বেচ্ছা নির্বাসন।

বৃথা আত্মদান ভুল মোহ

ফিরে পাবার আকূলতায়

বার বার আলো জ্বেলে যাই।

 তবুও তুমি আজও আমার 

না দেখা সেই অরুণেশ্বর 

আমি ব্যকুল সেই কমলিকা ।।