অস্পষ্টতা

অস্পষ্টতা

বজলুস শহীদ

আজো বুঝিনা প্রেম কাকে বলে

 ভালবাসা কাকে বলে,

ওরা কিভাবে হাঁটে, চলে,হাওয়ায় উড়ে।

সরীসৃপের মত হেঁটে যায়, 

বুকের ভেতরে বাসা বাঁধে। 

আমি ওই গহ্বরে উঁকি দেই বার বার

কিছুই দেখি না- শুধুই শুণ্যতা হাহাকার!

কতকগুলো হারিয়ে যাওয়া মুখ

স্মৃতির শ্লেটে দাগ কাটে।

আমি খোলা আকাশের দিকে তাকাই

চাঁদ ডুবে যায় রাত্রির গভীরে , 

কেমন এক বিষন্নতা আকাশের সমস্ত শরীরে

জননীর মলিন মুখ জেগে থাকে- পিতার শিয়রে,

রাত শেষ হয়- ঘুমহীন চোখে দেখি রাত্রির 

শিশির লেগে আছে।

তবুও জীবন হাঁটে স্নপ্নের করিডোর ধরে

কালোরাতে জোনাকিরা আশার পিদিম জ্বেলে

গান গায় অস্পষ্ট জীবনের গান।