অসাড় মানবতা

অসাড় মানবতা

আলেয়া আরমিন আলো 

কালের বিবর্তনে বদলে গেছে শহর নগর 
বদলে গেছে চিরচেনা নগরের সব অলিগলি
খুব সতর্কতায় হেঁটে মমতার করিডোর পেরিয়ে 
প্রিয় মুখগুলো এখন স্বার্থপরতার পথেই অগ্রগামী,
এখানে মিথ্যার চাকচিক্যে বনবাসী হয়েছে সত্য!
নিপাট ছলনার রঙ মেখে
উদ্বাস্তু আজ মানব মনের সবটুকু মায়া!

আধুনিকতার লেবাস এঁটে
দিব্যি হনহনিয়ে হেঁটে যায় ঘুণে ধরা শিষ্টাচার—
নৈতিকতাও শখের নগর ছেড়ে পালাতেই 
ফাঁকফোকর খোঁজে।
আর মহত্ত্ব...?
তারও তো চড়া দামে বিকিকিনি হয় হরহামেশাই!

লাগামহীন আবেগের বেহায়াপনায়
প্রেমের উপাধীও এখন "পরকীয়া"! 
নিষিদ্ধ সুখ ছোঁয়ার অবৈধতার খেসারতেই 
আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয় নিষ্পাপ ভ্রুণ!
নব প্রজন্মের বিকৃত মানসিকতাকে কোলে নিয়ে   
নোংরা ডাস্টবিনে মুখ থুবড়ে পড়ে থাকে
অসাড় মানবতা!
২৫-৪-২০২১.