আওয়ামী লীগের মূল স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ: কৃষিমন্ত্রী

বাংলাভাষী ডেস্ক::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ-এমনটিই বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক। গত নির্বাচনে আমাদের স্লোগান ছিল ‘গ্রাম হবে শহর’।

শনিবার সকালে দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, অতীতেও তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। আগুন সন্ত্রাস করেছে, গাড়ি-ঘোড়া পুড়িয়েছে, রেল লাইন তুলে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, শত শত মানুষকে তারা অগ্নিদগ্ধ করেছে।

তিনি বলেন, এটির আর পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা খুবই সচেতন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং সক্ষম-দক্ষ। তারা এটি মোকাবিলা করবে। কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

বলেন, দল হিসেবে আমরা মনে করি, নির্বাচনী ইশতেহার প্রণয়নের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে। যত হুমকি আসুক, যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগ এ দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে।

তিনি বলেন, ‘গত সভায় মূল বিষয় আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল দারিদ্র্য কমিয়ে আনা, জিডিপি বাড়ানো, মুদ্রাস্ফীতি কমানো, উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নতকরণ। কিন্তু করোনা ও ইউক্রেন যুদ্ধ হওয়ায় জিডিপি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ৮ ভাগে যাওয়ার লক্ষ্য ছিল। সেটি ৬-এ নিতে পেরেছি। জ্বালানি দাম বেড়েছে বিশ্বে। এসব বিষয় মাথায় রেখে নতুন ইশতেহার করা হবে। ’

কৃষিমন্ত্রী বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করতে পেরেছি। খাদ্যে মুদ্রাস্ফীতি ও আলু-পেঁয়াজের দাম কমে যাবে। ডিমের দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, আমরা বিভিন্ন পেশাজীবীর মতামত পেয়েছি। দলের নেতাকর্মীদের মতামত চাই।

ড. রাজ্জাক বলেন, খাদ্য মজুত আছে যথেষ্ট। ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হচ্ছে ১৫ টাকা কেজিতে। ১ কোটি পরিবারকে ওএমএসে পণ্য দেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তর। নতুন এ লক্ষ্যে ইশতেহার দেবে আওয়ামী লীগ। গতিশীল অর্থনীতির ইশতেহার তৈরি হবে।