আত্ম প্রেম

আত্ম প্রেম
নাবিলা নূপুর 
প্রেম কি শুধু একসাথে 
দুজনকে বাঁচার স্বপ্ন দেখায়?
প্রেম কিন্তু কখনো, 
একা একা বাঁচতেও শেখায়।
আমি প্রেম হারিয়ে বেদনার নয়,
আমি আমার প্রেমে পড়েছি। 
আমি একা বেঁচে থাকার 
প্রচন্ড নেশায় নিজেকে 
ভালোবেসে ফেলেছি।           
(২)
চেয়েছিলাম 
নাবিলা নূপুর
একটা ঘর চেয়েছিলাম, 
পথ দেখিয়েছিলে।
একটা শান্ত নদী চেয়েছিলাম, 
সমুদ্রের উত্তাল ঢেউ দিয়েছিলে।
ভালোবাসার লাল রং চেয়েছিলাম,
বেদনার নীল দিয়েছিলেন। 
একটা গোলাপ চেয়েছিলাম, 
কাটার আঘাত দিয়েছিলে।
একটা তারা ভরা 
আকাশ চেয়েছিলাম, 
অমাবস্যা দিয়েছিলে।
একটা স্বপ্ন চেয়েছিলাম,
বিনিদ্র করেছিলে। 
পূর্নিমার চাঁদ চেয়েছিলাম, 
তার কলঙ্ক দেখালে। 
একটু প্রেম চেয়েছিলাম,
তুমি বেদনায় ভরে দিলে।