'আত্মসম্মান’ হারানোর ভয়ে বিএনপি নির্বাচনে আসছে না: নানক

বাংলাভাষী ডেস্কঃঃ

আত্মমর্যাদা রক্ষার্থে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা। তারা জনগনের অবস্থান বুঝতে পেরেছে। এবার সিলেটসহ দেশের অন্য পাঁচ সিটি কর্পোরেশনের নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগনের মনে আছে। তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে।’

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নানক বলেন, ‘সিলেট আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। সরকারের উন্নয়নযজ্ঞ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েই আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট প্রত্যাশা করছি।’

এদিকে মেয়র আরিফের অপরিকল্পিত উন্নয়নের সমালোচনা করে আনোয়ারুজ্জামানকে কাজের ছেলে হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এরআগে সিসিক নির্বাচনে দলীয় প্রার্থী জয়ের পথে অন্তরায় কিছু আছে কি না তা খুঁজে বের করতে বিকেলে সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন জাহাঙ্গীর কবির নানক।