আমি নারী বলছি

আমি নারী বলছি

আইরিন মনীষা 

আমি সেই নারী বলছি

ভয়কে করেছি জয়

বুকে ভরা সাহস নিয়ে

তাড়িয়েছি সকল ভয়।

জলে স্থলে আকাশ পথে

রয়েছে সমান বিচরণ 

যোগ্য বলেই প্রমাণ করেছি

সকল ক্ষেত্রে বিঃসরণ। 

ঘরে বাইরে কোথায় নেই

আমিই সেই নারী 

অবলা বলে ভেবোনা আর

পড়বে তবে ভারী।

সংসার নামক যুদ্ধ ক্ষেত্রে

গড়েছি মায়ার বাঁধন

শত্রুর বুকে অস্ত্র ধরেই

করেছি অসাধ্য সাধন।

গিয়েছি আমি হিমালয় চূড়ায়

করেছি পর্বত জয়

কোমল বলে দমেনি কভু

বিশ্বাসে নেই ক্ষয়।

আমি নারী রাষ্ট্র নায়ক

নিয়েছি শাসন ভার

লোকের মুখে হাসি ফুটাতে

খুলেছি সকল দ্বার।

অর্থনীতি, সেই নারী আমি

যেখানে কত অবদান

পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে

সাফল্যে তবেই তিরোধান