আমি ভালো থাকি কেমন করে

আমি ভালো থাকি কেমন করে

-মোঃ তোফাজ্জল হোসেন শান্ত 

আমি ভালো থাকি কেমন করে,আমার প্রতিবেশীরা তো ভালো নেই,

ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারিনা,কোমর পানিতে নেমে তাদের দেখতে যাই।

আমি দু চোখ ভরে কেমনে ঘুমাই,আমার সিলেটবাসী থাকে সজাগ,

তাই তো আমি রাত জেগে দুঃখটা কে করি ভাগ।

আমার কোলের শিশুকে আমি কেমনে আদর করি,সুনামগঞ্জের শিশুরা সব করছে আহাজারি,

কেমন করে ছেলের মুখে আম কাঁঠাল দেই তুলে জকিগঞ্জের শিশুদের কথা যাইনি ভুলে।

ওগো আমার দয়াল আল্লাহ দয়া তুমি করো,তুমি ছাড়া এতো আপন নেই তো আর কারও।

তুমি বাঁচাও তুমি মারো তুমিই আবার কাঁদাও,

তুমি এবার কান্না নিয়ে একটুখানি হাসাও।

বন্যা দেখেছি অনেক আমি এবারের মতো না,

কোন পাপের দিচ্ছো শাস্তি কেউ তো জানিনা।

দিনে রাতে করেছি পাপ হিসেব তো তার নাই

তারপরেও তোমার কাছে ক্ষমা শুধু চাই।