আয়না

আয়না

কানিজ আকবার 

ধুলো ছিল চেহারায় 

আর আমি;

অনর্গল আয়না মুছে গেলাম! 

মিলাবার ব্যর্থ চেষ্টায় বদলে গেলাম বারবার কায়া। 

ওদিকে মুচকি হেসে আয়না বলে - "অসুন্দর বলে কিছু নেই,যে দেখতে জানে তার কাছে সবই সুন্দর।

নতুন করে তুমি কাকে সাজাও? তোমার ভেতরের তুমি কে যে চেনে না, তাকে কি চেনাও! "

আসলে এ সবই ভুল 

শুধুই মিছে মায়ার জাল বোনা, 

আর ভুলের পিছে আরও ভুলের পাহাড় গড়া।