ইউরো বাছাইয়ে পর্তুগালের টানা তিন জয়

বাংলাভাষী ডেস্ক :

ইউরো বাছাইপর্বে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে বড় জয়ে পেয়েছে পর্তুগাল।

শনিবার ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রুনো ফের্নান্দেস।

জার্মানিতে বসতে যাওয়া আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে তারা।

ম্যাচের ২৪তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে জালে বল পাঠান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অফসাইডে ছিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

৪৪তম মিনিটে মাঝমাঠে রোনালদো দুজনের কড়া চ্যালেঞ্জ সামলে খুঁজে নেন ব্রুনো ফের্নান্দেসকে। আর তিনি থ্রু বল বাড়ান বের্নার্দো সিলভাকে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন বের্নার্দো সিলভা।

৭৭তম মিনিটে ডান দিক থেকে রুবেন নেভেসের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফের্নান্দেস।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান ফের্নান্দেস।