ইচ্ছে হলে

ইচ্ছে হলে

মাহবুবা আখতার 

হে প্রিয় বন্ধু আমার,

ইচ্ছে হলে ভুলে যেয়ো

ইচ্ছে হলে ফিরে যেয়ো

ইচ্ছে হলে ফিরে এসো 

আর যদি ভুল বলে মনে হয় কিছু, বলো

শুধরে নেবো, 

যদি ইচ্ছে হয় মনে রেখো সামান্য একটু। 

শুন্যতার ভারে ভরে যাবে আমার ডিঙি 

আশ্রয়ে অনাশ্রয়ের স্রোতে নিরুদ্দেশ হবে 

আকাঙ্খা। 

তোমার স্পর্শ পেলেই আমি হবো বিপ্লবী, 

তাথিয়া তাথিয়া নেচে প্রলয়- বিষাণে করবো 

অশুভের বোধন।

অসি নয় মসির খুনে হবে নারী শক্তির শুভ 

উদ্বোধন। 

মহাজনেরে বিবস্ত্র করে ছেড়ে দেবো,অমানুষ উলঙ্গ 

হায়েনার হিংস্রতায়,

মহাজন বুঝে নিবেন পাশবিকতার উল্লাস কত ভয়ংকর। 

তোমার স্পর্শে আমি বিহ্বল,স্পর্ধায় দুর্বিনীত ঈশ্বর 

সঞ্চয়ে রেখেছি তোমার উষ্ণ আমন্ত্রণ। 

হে বন্ধু, প্রিয় আমার, 

প্রণয়ের গহন গভীরে প্রত্যাশা রেখে বলি, মনে রেখো সামান্য একটু। নারী সৃষ্টিশীল, কল্যাণময়ী

সময়ের সাথে সংহারক চন্ডালীনি 

তোমার স্পর্শের পূর্ণতায় বাজাবো বাঁশি অলৌকিক

বিনাশে।