ইতি কথা

ইতি কথা
নজরুল রানা
বসন্তের সোনালী সূর্যের আলোয়
প্রেমিক মনের উদ্দীপ্ত সুখের বাণী,
বিশ্বাসের চাদরে মুড়ানো ভালবাসা
ধূলো পরে জমে থাকে হৃদয়ের অষ্টেপৃষ্ঠে।
কখনও প্রেম বিদ্রোহ করে স্ব-অধিকারে
কখন বা নতজানু সৃষ্ট অপরাধে,
হৃদপৃন্ডের  শিরা উপশিরায় 
রক্ত কনিকারা উপহাস করে।।
তোমার অভিমানের রুমালে
ক্রোধান্ধের কালিতে লিখে দিলে
সফতের ইতি কথা,
যুবকের হৃদয় আচর কেটে
বিচ্ছেদের চাঁদ লুকায় মেঘের আড়ালে।।
আমি কাফন জড়িয়ে নিবো হাঁসি মুখে
ঘুমিয়ে যাবো চির নিদ্রায়,
দুর নক্ষত্রের নিচে যেখানে নেই
অবহেলার হাতছানি
আমি অনন্তকাল ভালবাসিব তোমায়।