ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

বাংলাভাষী ডেস্কঃঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত বছরের শুরু থেকে ইসরায়েলি হামলা জোরদার করার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ হামলা চালানো হয়েছে বলে শুক্রবার (২৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরে হামলার পর জেনিন শরণার্থী ক্যাম্পের ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর জেরুজালেমের আল-রাম শহরের আরও একজনের মৃত্যু হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিরা এটিকে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। এ হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে মাগদা ওবায়েদ নামে এক বৃদ্ধা রয়েছেন বলে জেনিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে হামলার পর ইসরায়েলি বাহিনী জেনিন থেকে সরে গিয়েছে। তারা জানিয়েছে, মৃত্যুর বিষয়টি তারা খতিয়ে দেখছে।

এ ছাড়া আল আকসা শহীদ বিগ্রেডের সদস্য ইজ আল-দিন সালাহাত নিহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন।

এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। তবে ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বাকার।

ফিলিস্তিনের পশ্চিম তীরের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা সমন্বয় স্থগিত করবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) মুখপাত্র নাবিল আবু রুদেনেহ। রামাল্লাহয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বার বার ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ডের জন্য তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের আহ্বান জানান।

এদিকে এ ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনে শোক ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা করেছেন।