ঊষার আবীর

ঊষার আবীর

 মোঃ হা‌বিবুর  রহমান

আঁধার পে‌রি‌য়ে দিনের আ‌লো য‌বে আ‌সিল এই ধরা‌তে,

শুরু হ‌লো দিন যতো পাখি‌ ও শিশু‌দের কলকাক‌লি‌তে।

আজা‌নের ধ্ব‌নি‌তে য‌বে মুখ‌রিত হ‌'ল ছুটাছ‌ুটি ম‌'মি‌নের,

তারা বড়ই ব্যাগ্র আর ব্যাকুল ফজ‌রের নামাজ ধ‌রি‌তে।

‌কিচির‌মি‌চির শ‌ব্দে ঝাকে ঝাকে পাখিরা সব উ‌'ড়ে চ‌লে,

খাবার সন্ধা‌নে বের হ‌'য়ে ফির‌বে তারা গোঁধুলী বেলাতে।

রাজপ‌থে না‌মিল যন্ত্রসকট আকা‌শে উ‌ড়ে উ‌ড়োজাহাজ,

স্কু‌লে যায় ছাত্র-ছাত্রীরা হে‌ঁটে আবার কেউবা রিকসায়।

কৃষক চাষীরা লাঙ্গল নি‌য়ে ছু‌টে জ‌মি চা‌ষের অ‌ভিপ্রা‌য়ে,

‌কেউ আবার ক‌লের লাঙ্গল স‌ঙ্গে নি‌য়ে ধায় জ‌মি পা‌নে।

ফুটপা‌তের হাঁটে জু‌টে‌ছে হ‌রেক স'ব্জি ও মা‌ছের বাহার,

হাঁট‌াহ‌া‌ঁটি চ'ল‌ছে পা‌শের পা‌র্কে কেউ ক‌রে যোগ ব্যায়াম।

সূ‌র্য্যি মামা পূর্ব দি‌কে মে‌ঘের আড়া‌লে উকিঝু‌কি পা‌'ড়ে,

যখন তখন না‌মি‌তে পা‌রে শ্রাব‌ণধারা শ্রাব‌ণের এ‌ই দি‌নে।

ঈষাণ কো‌ণে জ‌মি‌ছে মেঘ, না‌মিতে পা‌রে বাদল আ‌জি,

শ্রাবণের ধারায় ভিজা‌তে পা‌রে প‌থের প‌থি‌ককেও বু‌ঝি।

গা‌ঁয়ের হাটুরেরা চ'লে বাজার পা‌নে এ‌দিক-ও‌দিক চে‌য়ে,

সপ্তাহা‌ন্তে ক‌'রিবে সওদা আ‌'জি নিজ সংসা‌রেরই ত‌রে।