একটি তারকা স্খলিত হলে আকাশের কী! 

একটি তারকা স্খলিত হলে আকাশের কী! 

-সাঈফ ফাতেউর রহমান 

যদি নিরবধি

অনল তাপিত দগ্ধ করে অভ্যন্তর

বহিরঙ্গে দেখতে পাবেনা তা, দৃশ্যমান নয়

অন্তত অপরে তা অনুভবের লেশমত্রও পাবেনা

দহন তবুও চলমান থাকবেই তীব্রতায় নিভৃতে প্রবল

কারো দর্শন অথবা নির্বাপন প্রয়াসে উদাসীন নিদারুণ।

চাঁদনি প্রহর রাতে

জোছনা শিথানে নিয়ে যদি কেউ কাদে

নিজেকে ভিজায় আমূল ভিতরে বাহিরে

পাতার মর্মর থামেনা জলের কল্লোল থামেনা

বাতাসের প্রবাহ থামেনা রক্তের প্রবাহও চলেই

তবু কিছু থেমে যায় স্তিমিত হয়,কী থামে! কী হয়!

কিছু পাখি আর্তস্বরে ডাকে

কিছু আরণ্যক বাতাস প্রবাহ হারায়

কিছু জলের প্রবাহ অলক্ষ্যে অনিকেত ছোটে

কিছু গীতিছন্দ সহসা বেভুল বিভ্রমে বেপথু হয়

উধাও আকাশের নীলিমা মুহূর্তিক বর্ণময়তা হারায়

নেপথ্যের এইসব চলচিত্রায়নের প্রত্যক্ষতার সময় নাই।

কত সুরযন্ত্র উন্মাদ শব্দ ছড়ায়

কত রাবীন্দ্রিক কলি উন্মত্ত চিৎকার হয়

কত কত্থক,ভারত,নাট্টম প্রপীড়িত পদস্খলন হয়

আমরা তা জানিনা,কেউ তা জানেনা,জানবেও না

আকাশ ভাসানো জোছনা আবহমান প্লাবনে ভাসবে

জীবন লোভন শোভন শীলনে চলতে থাকবে ছন্দেগন্ধে উজল আলোর একটি তারকা স্খলিত হলে আকাশের কী!!