একাত্তরের মা জননী

একাত্তরের মা জননী

কাউসার আক্তার পান্না 

একাত্তরের মা জননী 

ফেলছো কেনো চোখের জল

তোমার ছেলে দিয়ে গেছে

দীঘি ভরা স্বচ্ছ জল।

একাত্তরের মা জননী

পড়ছো কেনো মলিন শাড়ি

তোমার ছেলের রক্তে কেনা

চড়ছে কারা রঙিন গাড়ি।

একাত্তরের মা জননী 

করছো কেনো মান অভিমান

তোমার ছেলে উড়িয়ে গেছে

স্বাধীনতার রক্ত নিশান।

একাত্তরের মা জননী 

মুখটি কেনো করছো ভার

তোমার ছেলে দিয়ে গেছে

স্বাধীনতার অহংকার।

একাত্তরের মা জননী 

ধৈর্য নিয়ে থাকো

তোমার ছেলের স্মৃতিটাকে

বুকে ধরে রাখো।