একুশের অন্জলি

একুশের অন্জলি

মুহম্মদ বজলুশ শহীদ 

আসছে একুশ, যাচ্ছেএকুশ সাজছে ফুলের মালায়,
বুকের মাঝের ফুলগুলো সব কাঁদছে দহন জ্বালায়। 
খুঁজছে ফিরি আজ , এক এক করে শহীদের বলিদান, 
বুকের রক্ত রেখেছিল যারা, মাতৃভাষার মান। 
মায়ের ভাষাতে কথা বলা মানে- মা কে নয় শুধু ডাকা,
মায়ের মনের ভাবনাগুলো হৃদয় তুলিতে আঁকা। 
বলবো কথা স্বাধীন ভাবে লিখবো মনের কথা,
আমার কণ্ঠ  আকাশ সমান 
আমিই আমার নেতা। 

কোথা গেলো সেই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!
আমার কথার স্বাধীনতা আজ নিয়েছে  কাহারা কাড়ি।
নানা আইনে, মুখ বাঁধা আমি, চোখ বাঁধা অবিরত,
ছালাম,রফিক,বরকত শোনো - বাড়ছে বুকের ক্ষত। 
কেনো দিলে প্রাণ, হলে শহীদান বাংলা ভাষার তরে
বুকের ভেতরে সেই ভাষা যদি গুমরে কাঁদিয়া মরে!

যেও নাকো তুমি শহীদ মিনারে মেলো নাকো অঞ্জলি,
একুশ থাকুক বুকের ভেতরে দ্রোহেরা উঠুক জ্বলি।