এতো এতো" গীতিকাব্য (রবীন্দ্রনাথ স্মরণে)

এতো এতো" গীতিকাব্য (রবীন্দ্রনাথ স্মরণে)


আব্দুছ ছালাম চৌধূরী 

কেনো নির্জনে আমার ও মন'নে এতো,এতো এতো করে আসো, 
এতো এতো আশা এতো এতো বাসা, এতো করে কেনো হাসো—
কেনো নির্জনে আমার ও মননে এতো,এতো এতো করে আসো। 

যখনই চোখ মেলি, দেখি তার মাদুলি
চোখ ফিরাতে আর পারিনা, 
মনে হয় চিনি তারে, দেখেছি ওই পারে
দেখিতে দেখিতে সাধ মেটেনা -
দুই পা এগিয়ে, তিন পা পিছিয়ে—হয়নি বলা কিছু অবশেষে'ও,
কেনো নির্জনে আমার ও মননে এতো,এতো এতো করে আসো। 

চলে যায় ওই পথে, ভাসাইয়া শোকের স্রোতে 
গতিপথ তার রুখিতে পারিনা,
সে-ও চাহে পিছে পিছে,বিশেষায়িত নেচে নেচে
আমারেও ভুলিতে সে চাহে না—
নিরূপণ করি বসে, কি করে কি করে পাই, তারই সংস্পর্শ,
কেনো নির্জনে আমার ও মননে এতো,এতো এতো করে আসো। 

১/৮/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"