এবার টি-টেন লিগ আয়োজন করবে পাকিস্তান

বাংলাভাষী ডেস্কঃঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বছর থেকে টি-টেন লিগ আয়োজন করতে চায়। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।

২০১৭ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধনী টি-টেন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর জনপ্রিয়তা বাড়লে, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা উভয় ক্রিকেট বোর্ড এই ফর্ম্যাটের জন্য তাদের উৎসাহ প্রকাশ করে। সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট টি-টেন ইভেন্টের আয়োজন করেছে। এখন পাকিস্তানও এই লিগ আয়োজন করতে আগ্রহী। পিসিবি ব্যবস্থাপনা কমিটির প্রধান জাকা আশরাফ এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে, বোর্ডের একজন প্রতিনিধি হাইলাইট করেন যে টি-টেন লিগগুলি আগামী বছরগুলিতে আরও জনপ্রিয়তা অর্জন করবে। এছড়া সময়ের সঙ্গে তাল মেলাতে পিছিয়ে থাকতে চায় না পাকিস্তান। ফলে চলতি বছরই উদ্বোধনী টি-টেন লিগের আয়োজন করার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

সবকিছু যদি উদ্দেশ্য অনুসারে হয় তাহলে পিসিবি এ বছর উদ্বোধনী সংস্করণটি আয়োজন করতে চায়, এমনটায় জানা গেছে প্রতিবেদনটিতে।